বাসা থেকে বের হবেন না, সব পণ্য পৌঁছে দেবে ইভ্যালি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাসা থেকে বের হবেন না, সব পণ্য পৌঁছে দেবে ইভ্যালি














বাংলাদেশসহ বিশ্ব যখন করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মধ্যে দিয়ে যাচ্ছে। যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবাইকে নিজ নিজ বাসায় থাকার নির্দেশনা দিচ্ছে। বাংলাদেশ সরকারও একান্ত প্রয়োজন না হলে ঘর থেকে বের হতে নিষেধ করেছে। দেশের সকল বিপনীবিতান ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঠিক সে সময়ে ইভ্যালি তার সামাজিক দায়বদ্ধতা থেকে একটি কার্যক্রম পদক্ষেপ নিয়েছে।

নাম দেওয়া হয়েছে - ‌‘ইভ্যালি এক্সপ্রেস শপ’। এর মাধ্যমে একজন গ্রাহক তার অবস্থানে থেকেই নিত্য প্রয়োজনীয় পণ্যের অর্ডার করে সর্বনিম্ন ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৩৬ ঘণ্টার মধ্যে পণ্যের সরবরাহ বুঝে পাবেন।







সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, আমরা বিশ্বাস করি, সবাইকে ঘরে থাকার যে পরামর্শ দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করতে আমাদের পদক্ষেপ সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নাগরিকদের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদার একটি বড় অংশ জোগান দেবে ইভ্যালি।

কোন মন্তব্য নেই