যে কারণে সৌদির ৩৩ শতাংশ করোনায় আক্রান্ত
সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে সর্বমোট ৩৯২ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়েছে। তাদের মধ্যে ১৬ জন সুস্থ হয়ে ফিরেছেন। তবে সৌদিতে করোনা আক্রান্তদের ৩৩ শতাংশই যে ভুলে আক্রান্ত সেকথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
রোববার (২২ মার্চ) এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছেন আল আরাবিয়াহ। প্রতিবেদনটিতে বলা হয়েছে সৌদি আরবে ৩৩ শতাংশ করোনাভাইরাস সংক্রমণের জন্য দায়ী বিভিন্ন সামাজিক সমাবেশ ও অনুষ্ঠান। যার মধ্যে রয়েছে, বিয়ে, দাফনানুষ্ঠান ও পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান রয়েছে।
কাজেই নিজেদের, পরিবার ও সমাজকে সুরক্ষায় সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানানো হয়েছে।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে বর্তমানে সাত হাজার ৬৭ জন কোয়ারেন্টিনে রয়েছেন।

কোন মন্তব্য নেই