উহানে করোনায় মৃত্যু সংখ্যা নিয়ে ধোঁয়াশা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

উহানে করোনায় মৃত্যু সংখ্যা নিয়ে ধোঁয়াশা

মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়ে ৩৩,৯৫৬ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,২১,৪১২ জনে।

চীনের উহানে উৎপত্তি হওয়া ভাইরাসটি বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইতালিতে সাড়ে ১০ হাজার এবং স্পেনে সাড়ে ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।


এদিকে, চীনের সরকারি হিসেবে অনুযায়ী করোনার উৎপত্তিস্থল উহানে মৃত্যু হয়েছে ৩৩শ’। কয়েক দিন আগেও এই সংখ্যা ছিল ৩২শ’। তবে এই সংখ্যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয়দের বিশ্বাস করোনায় শুধুমাত্র উহান শহরেই ৪২ হাজার মানুষের প্রাণহানি হয়েছে।

চীন সরকারের সর্বশেষ হিসেব বলছে, উহানে করোনায় মারা গেছে ৩ হাজার ৩শ’ মানুষ আর আক্রান্ত হয়েছে ৮১ হাজারের বেশি মানুষ।

উহানের বাসিন্দাদের দাবি প্রতিদিনই অসংখ্য মৃতদেহ সৎকারের কাজ করা হয়েছে। স্থানীয়দের দাবি, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫শ’ মানুষের সৎকার করা হয়েছে ওই শহরে। এ থেকেই বোঝা যায় ১২ দিনে ৪২ হাজার মানুষের মরদেহ পোড়ানো হয়েছে।

বাসিন্দাদের দাবি এপ্রিলের ৫ তারিখ স্থানীয় কিং মিং উৎসবের আগেই মরদেহ পোড়ানো ছাই অর্থাৎ অস্থি খুঁজে পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই