লন্ডনে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লন্ডনে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

যুক্তরাজ্যের লন্ডনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তার নাম মো. সোহেল আহমেদ, বয়স ৫০। বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামে।

রবিবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে লন্ডনের এনফিল শহরের একটি হাসপাতালে তিনি মারা যান।

সোহেল আহমদের বোনের স্বামী মো.আব্দুল হালিম জানান, নিহত সোহেল দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছিলেন। সপ্তাহখানেক আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ চার ছেলে রেখে গেছেন। বিষয়টি সোমবার (৩০ মার্চ) সকালে বরইকান্দি গ্রামের প্রবীণ মুরুব্বি গেদা মিয়া নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই