পদ্মা নদীতে দুটি নৌকা ডুবির ঘটনায় একজনের মরদেহ এবং ১৭ জনকে জীবিত উদ্ধার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পদ্মা নদীতে দুটি নৌকা ডুবির ঘটনায় একজনের মরদেহ এবং ১৭ জনকে জীবিত উদ্ধার














রাজশাহীতে পদ্মা নদীতে দুটি নৌকা ডুবির ঘটনায় একজনের মরদেহ এবং ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরের রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, বৃহস্পতিবার পবার ডাঙ্গেরহাট এলাকার পূর্নির সাথে বিয়ে হয় পদ্মার ওপারে চরখিদিরপুরের রুমনের। বৌভাতের অনুষ্ঠান শেষে সন্ধ্যায় চরখিদিরপুর এলাকা থেকে বর-কনে নিয়ে স্বজনরা ডাঙ্গেরহাট ফিরছিল। এসময় পদ্মার স্রোতে নৌকা দুটি ডুবে যায়। দুই নৌকায় ৩৫ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে ১৭ জন নারী ও ৬ জন শিশু। এদের মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধারের পর ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মরিয়ম নামে এক শিশু মারা যায়। দমকল বাহিনীর ডুবুরি দল ও বিজিবি সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে তল্লাশী চালাচ্ছে।

কোন মন্তব্য নেই