বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে








প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছে। এরইমধ্যে বিশ্বের অন্তত ৯০টি দেশে এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং অর্থনৈতিক ক্ষতির মাত্রা অনেক বেড়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতির ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

যেসব দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে সেসব দেশের লোকজনকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজ, সব রকমের সভা-সমাবেশ এবং খেলাধুলার আসর; এমনকি বহু দোকানপাট ও মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য বিশ্বের বেশিরভাগ মানুষ এ মুহূর্তে মাস্ক ব্যবহার করছে।









করোনাভাইরাসের আক্রমণে এ পর্যন্ত সারা বিশ্বে ৩,৪০০ মানুষ মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন এক লাখ ৩০০ মানুষ। এছাড়া, গতকাল (শুক্রবার) বিশ্বের সাতটি দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়েছে। গত ডিসেম্বর মাসের শেষ দিকে চীনের উহান প্রদেশ থেকে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে।-পার্সটুডে

কোন মন্তব্য নেই