করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেয় ৪টি হাসপাতাল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেয় ৪টি হাসপাতাল














নওগাঁর রাণীনগরে করোনার উপসর্গ নিয়ে আল আমিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের উপসর্গ থাকায় তাকে বাড়ীতে যেতে দেয়নি গ্রামবাসী।
আল আমিন রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের অলঙ্কার দীঘি গ্রামের মকলেছুর রহমানের ছেলে। আল আমিন ঢাকায় একটি কাপড়ের দোকানে কাজ করতো।

আল আমিনের বাবা মকলেছুর রহমানের অভিযোগ, অসুস্থ ছেলেকে নিয়ে তিনি একের পর এক চারটি হাসপাতালে গেলেও কোন হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা দেয়নি তাকে।

শুক্রবার রাতে জ্বর আর কাশি নিয়ে অসুস্থ অবস্থায় ঢাকা থেকে নওগাঁতে এসে পৌঁছে আল আমিন। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাকে গ্রামে ঢুকতে দেয়নি স্থানীয়রা। সে ভেটি স্ট্যান্ডে রাত কাটায় পরে শনিবার সকালে সেখান থেকে চিকিৎসার জন্য আদমদীঘি হাসপাতালে নিয়ে যায় তার বাবা। সেখানে কোন চিকিৎসা না দিয়ে আল আমিনকে ভেটি কমিউনিটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে চিকিৎসা না দিয়ে তাকে ক্লিনিকের বারান্দায় রাখা হয়।

পরে স্থানীয় চেয়ারম্যানের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় আল আমিনকে রাণীনগর হাসপাতালে নেয়া হয়। সেখানে থেকে তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা। নওগাঁ হাসপাতালে কোন চিকিৎসা না দিয়ে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। শনিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আল আমিন ।







নওগাঁ সদর হাসপাতালের উপ-পরিচালক ডা: মুমিনুল হক জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আসায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাকে আইসিইউতে ভর্তির প্রয়োজন ছিল। তবে সে করোনায় আক্রান্ত কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

কোন মন্তব্য নেই