হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে আগুন থেকে সাবধান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে আগুন থেকে সাবধান

করোনাভাইরাস পরিস্থিতিতে অনেকেই হাত জীবাণুমুক্ত রাখতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন। কিন্তু এটি ব্যবহারের কিছু নিয়ম আগেই জেনে নিতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এটি অত্যন্ত দাহ্য। তাই এটি মেখে আগুনের কাছে যাওয়া যাবে না। কারণ এতে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

সম্প্রতি তেমনই এক দুর্ঘটনার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জনৈক নারী। তিনি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে রান্না করতে গিয়েছিলেন। এতে মুহূর্তেই তাঁর হাতে আগুন লেগে ঝলসে গেছে।



বিশেষজ্ঞরা বলছেন, হ্যান্ড স্যানিটাইজার/হ্যান্ড রাব/হ্যান্ড স্যানিটাইজিং/হ্যাক্সাসল জাতীয় লোশন ইতাদিতে এলকোহল বিদ্যমান, যা কিনা ব্যাকটেরিয়া ধ্বংস করে। এই এলকোহল-ই কিন্তু প্রচন্ড দাহ্য, অর্থাৎ আগুনের হালকা আঁচ থেকেই আগুন ধরে যায়।

এ কারণে হ্যান্ড স্যানিটাইজার মেখে তার রেশ না যাওয়া পর্যন্ত আগুন স্পর্শ করা যাবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী বিষয়টি শেয়ার করে লিখেছেন, ‘তার মানে এই না যে আপনি ব্যবহার বন্ধ করে দিবেন। তবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নিজে সাবধান হোন এবং অন্য কে সচেতন করুন।’

কোন মন্তব্য নেই