হোম কোয়ারেন্টিন, বাড়ির বাইরে লাগানো হচ্ছে স্টিকার
নাগরিক সচেতনতা বাড়াতে ও সন্দেহভাজনদের পৃথক করতে অভিনব পন্থা নিল ভারতের পাঞ্জাব রাজ্যের চণ্ডীগড় প্রশাসন। সে শহরে যারা করোনা সন্দেহভাজন হিসেবে হোম কোয়ারেন্টিনে যাদের রাখা হয়েছে, তাদের বাড়িতে স্টিকার লাগাচ্ছে প্রশাসন।
নাগরিকদের সতর্ক করতে এই উদ্যোগ । সেই সঙ্গে ওই বাড়িতে কোয়ারেন্টিন করে রাখা বাসিন্দাদের তালিকা সরকারি ওয়েবসাইটে আপলোড করার কাজ শুরু হয়েছে।
পৌরসভা স্বাস্থ্য দপ্তর জানায়, আমরা ধরেই নিচ্ছি সরকারি স্বাস্থ্যবিধি মানবে না হোম কোয়ারেন্টিনে থাকা অনেক নাগরিক। তাই সেই বিধি লঙ্ঘন করলেই ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় পদক্ষেপ নেবে পুলিশ। পাশাপশি হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের ডান হাতে ছাপ মেরে দেওয়া হচ্ছে। সেখানে উল্লেখ থাকছে, ঠিক কতদিন তিনি গৃহবন্দি।
কোন মন্তব্য নেই