অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি জর্ডানে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি জর্ডানে
















করোনা ভাইরাস ভয়ংকর ভাবে ছড়িয়ে পরেছে বিশ্বে। মধ্যপ্রাচ্যেও পরেছে এর ভয়াল থাবা। এদিকে করোনার বিস্তার ঠেকাতে জনগণের অবাধ চলাচল নিয়ন্ত্রণ করতে কারফিউ জারি করেছে জর্ডান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সরকারের এক মুখপাত্রের বরাতে আল জাজিরা জানায়, দেশটির স্থানীয় সময় শনিবার (২১ মার্চ) সকাল সাতটা থেকে শুরু হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জারি থাকবে।








টেলিভিশনে প্রচারিত ভাষণে ওই মুখপাত্র আমজাদ আদাইলেহ বলেন, এর আগে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারির ধারাবাহিকতায় দেশজুড়ে এই কারফিউ জারি করা হয়েছে। জরুরি অবস্থা জারির ফলে সেনা নিয়ন্ত্রিত কারফিউ ও অন্যান্য পদক্ষেপ গ্রহণের পথ সুগম হয়েছে।

তিনি বলেন, জনগণ নির্দেশনা মেনে না চলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জরুরি পদক্ষেপ হিসেবে জর্ডানে সেনাবাহিনী রাজধানী আম্মান সারা দেশ থেকে বিচ্ছিন্ন করেছে। এছাড়া এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। এতে করে লকডাউন হয়ে পড়েছেন ১ কোটি মানুষ। এখন পর্যন্ত জর্ডানে করোনায় আক্রান্ত ৮৫ জন।

কোন মন্তব্য নেই