করোনায় মা-মেয়েসহ মালয়েশিয়ায় মৃত্যু ৮, আক্রান্ত ১১৮৩ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনায় মা-মেয়েসহ মালয়েশিয়ায় মৃত্যু ৮, আক্রান্ত ১১৮৩
















মালয়েশিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত আটজন মারা গেছেন। স্থানীয় সময় শনিবার (২১ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক দাতুক ডা. নূর হিশাম আবদুল্লাহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেছেন।

ডা. নূর হিশাম আবদুল্লাহ বলেন, এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে সর্বাধিক সংখ্যা। সবশেষ মারা যাওয়া ব্যক্তিরা হলেন, সারওয়াকের একই পরিবারের ৭৯ বছর বয়সী একজন মা ও তার ৪০ বছর বয়সী মেয়ে। তাদের মা-মেয়ে দুইজনই দীর্ঘদিন যাবত হৃদরোগ এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

পরে তাদের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেলে তাদের দুইজনকে আলাদা দুটি হাসপাতালের আইসিইউতে রাখা হয় এবং দিন দিন তার স্বাস্থ্যের অবনতি ঘটে। পরে শনিবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে নতুন করে আরও ১৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক দাতুক ডা. নূর হিশাম আবদুল্লাহ।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৮৩ জনে। সম্পুর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১১৪ জন।

তিনি আরও জানান, সরকার করোনাভাইরাসের বিস্তার কমিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। তবে যারা মালয়েশিয়ায় আছেন তাদের প্রত্যেককে আমাদের নিয়ম-কানুন মেনে চলা প্রয়োজন।









নিজেকে, নিজের পরিবার এবং মালয়েশিয়াকে সুরক্ষিত রাখতে আমাদের একসাথে কাজ করতে হবে।

কোন মন্তব্য নেই