ক্রোয়েশিয়ার রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেভে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। পাঁচ দশমিক তিন মাত্রার এই ভূমিকম্পে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
দেশটির ভূত্বাত্তিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল রাজধানীর উত্তরাঞ্চলে। ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। এতে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে পড়ে যান চলাচল।
আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসেন স্থানীয়রা। তবে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন।

কোন মন্তব্য নেই