বাড়িতে বাড়িতে লাশ পাচ্ছে স্পেনের সেনারা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাড়িতে বাড়িতে লাশ পাচ্ছে স্পেনের সেনারা














করোনা ছড়িয়ে পড়ায় স্পেনে সেনাবাহিনী নামানো হয়েছে। পুরো স্পেনে বিভিন্ন স্থানে বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে বয়স্কদের মরদেহ পড়ে থাকতে দেখেছে সেনা সদস্যরা।
জানা গেছে, স্পেনের মাদ্রিদ শপিং সেন্টারটি সাময়িকভাবে মর্গে পরিণত করা হয়েছে। সে দেশের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত বাড়িগুলো জীবাণুমুক্ত করার কাজ করছে।

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবলস বলেন, অভিযানের সময় সেনাবাহিনী দেখেছে, কিছু বয়স্ক ব্যক্তি বাড়িতে একেবারে পরিত্যক্ত অবস্থায় আছে। কখনো কখনো তাদেরকে বিছানায় মরে পড়ে থাকতে দেখা যাচ্ছে।

এ ধরনের ঘটনার জেরে তদন্তের আহ্বানও জানিয়েছেন তিনি।






কোন মন্তব্য নেই