সাইফুলকে কল দিলেই বাড়ি পৌঁছে যায় মাছ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাইফুলকে কল দিলেই বাড়ি পৌঁছে যায় মাছ

















পিরোজপুরের কাউখালীতে চলমান করোনাভাইরাস সংক্রমণরোধে উপজেলা প্রশাসন নানা উদ্যোগ নিয়েছে। করোনা সংক্রমণের আশঙ্কায় মানুষকে হাটবাজারের জনসমাগম এড়িয়ে বাড়িতে অবস্থানের জন্য বলা হচ্ছে এবং মানুষের বাড়ি বাড়ি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। তেমন একটি উদ্যোগ 'সাইফুলের মোবাইল মাছের হাট'। সাইফুলকে মোবাইলে কল দিলেই মাছের হাট ঘরবন্দি মানুষের দ্বারে পৌঁছে যাচ্ছে। কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার থেকে চালু হয়েছে সাইফুলের এই মাছের সেবা।

মাছবিক্রেতা সাইফুল ইসলাম জানান, করোনাভাইরাসের ভয়ে মানুষ ঘরবন্দি। হাটে ক্রেতাসমাগম কম। মাছ ছাড়া আমাদের মানুষের প্রতিদিনের খাবার চলে না। অনেকে হাটে আসতে না পেরে বাড়ির পুকুরের চাষকৃত মাছ ধরে ফেলছেন। ঘরবন্দি মানুষের এখন মাছের সংকট। তাই সে প্রশাসনের পরামর্শে এ মোবাইল মাছের হাট সেবা চালু করেছেন।

সাইফুল বলেন, আমাকে ০১৮৫৮৬৬২৪৪৩ নম্বরে কল দিলেই আমি মাছ বাড়িতে গিয়ে পৌঁছে দিই। এতে ঘরবন্দি মানুষের উপকার হচ্ছে। আমার ঝুঁকিও আছে তবে মানুষের উপকারের কথা ভেবে ঝুঁকি নিতে হচ্ছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বলেন, করোনা মোকাবেলায় কাউখালী উপজেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। মানুষ করোনা আতঙ্কে ঘরবন্দি। তারা হাটবাজারে বের হতে পারছেনা। এ সময় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংকট মানুষের। অন্যসব উপকরণের মতো মাছও নিত্যদরকারি। সাইফুলকে উদ্বুদ্ধ করে মোবাইল মাছের হাট চালু করা হয়েছে। তাকে কল দিলেই মাছ পৌঁছে যাচ্ছে ঘরবন্দি ক্রেতার দ্বারে। এ করোনা যুদ্ধে মাছ বিক্রেতা সাইফুলও অংশীদার।

কোন মন্তব্য নেই