লকডাউন অমান্য করায় মুরগি বানিয়ে শাস্তি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লকডাউন অমান্য করায় মুরগি বানিয়ে শাস্তি














লকডাউন অমান্য করায় করাচিতে মুরগি বানিয়ে শাস্তি দিলো পুলিশ

করোনাভাইরাস ঠেকাতে পাকিস্তানের করাচি, সিন্ধু ও পাঞ্জাবসহ কয়েকটি প্রদেশ লকডাউন করা হয়েছে। নিয়ম অমান্য করায় দেশটির পুলিশ অপরাধীদের রাস্তায় মুরগী বানিয়ে শাস্তি দিয়েছে। জিও নিউজ, ডেইলি জাং

সরকারী আদেশ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ঘোষণা করার পরও করাচির শাহ ফয়সালের ৫ নম্বর কোরঙ্গি রোডের বাড়ি থেকে বের হওয়ায় এসব ব্যক্তিদের শাস্তি দেয়া হলো। সম্প্রতি শাস্তির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হয়েছে।

এর আগে সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ বলেছেন, বিশেষ প্রয়োজন ছাড়া আমাদের ঘর থেকে বের হওয়ার প্রয়োজন নেই। এটাই আমাদের জন্য ভাল। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাত ১২ টার পর থেকে পুরা প্রদেশে পুলিশ ও সেনাবাহিনী টহল শুরু করে।

অপ্রয়োজনীয় দোকান বন্ধ এবং জনসাধারণকে ঘরে অবস্থান করার আহ্বান জানায় নিরাপপত্তা বাহিনী। এছাড়াও, লকডাউন লঙ্ঘন করায় করাচি থেকে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।

পাকিস্তানে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৮৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত মৃত্যু হয়েছে ৬ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। ডন উর্দু






কোন মন্তব্য নেই