সেই হাসপাতালের আরেক চিকিৎসক করোনায় আক্রান্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সেই হাসপাতালের আরেক চিকিৎসক করোনায় আক্রান্ত












রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে আজ বৃহস্পতিবার রাতে হাসপাতালটির দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

এ নিয়ে ওই হাসপাতালের দুজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

এর আগে গত শনিবার ওই হাসপাতালে রাজধানীর এক বাসিন্দা মারা যান। তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনটি হাসপাতাল ঘুরে তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৭ মার্চ।

যেদিন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত হওয়া যায়, সেদিনই দিবাগত রাতে তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত নিশ্চিত হওয়ার বিষয়টি জানার পর থেকেই সংশ্লিষ্ট চিকিৎসকেরা কোয়ারেন্টিনে যান।

এর আগে গত রোববার ওই হাসপাতালের একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা যায়।

এরপর একই হাসপাতালের দ্বিতীয় চিকিৎসকের করোনায় আক্রান্ত হওয়ার কথা আজ জানা গেল।

এই চিকিৎসকের মেয়ে অবশ্য ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে শঙ্কা জানিয়েছিলেন, তাঁর ডায়াবেটিস আক্রান্ত বাবাও আক্রান্ত হতে পারেন।






কোন মন্তব্য নেই