যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ছাড়ার আহ্বান ব্রিটিশ হাই কমিশনের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ছাড়ার আহ্বান ব্রিটিশ হাই কমিশনের
















করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ছাড়ার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন।
শুক্রবার দুপুরে, হাই কমিশনের ফেইসবুক পাতায় এক বার্তায় বলা হয়, ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টারের ফ্লাইট এখনো সচল আছে। তাই ঢাকায় অবস্থানরত ব্রিটিশ নাগরিকরা চাইলে দেশে ফিরতে পারবেন। ৩০শে মার্চ থেকে বাংলাদেশ বিমানের লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এদিকে, বাংলাদেশে থাকা নাগরিকদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পাশাপাশি, দেশে ফিরতে ইচ্ছুক আমেরিকানদের তথ্য চেয়ে দূতাবাসের ওয়েবসাইটেও বার্তা দেয়া হয়েছে।







কোন মন্তব্য নেই