আজ সন্ধ্যা থেকেই সারা দেশে রেল যোগাযোগ বন্ধ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আজ সন্ধ্যা থেকেই সারা দেশে রেল যোগাযোগ বন্ধ














আজ মঙ্গলবার সন্ধ্যা থেকেই সারা দেশে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী রেল যোগাযোগ বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রেলভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সরকার ১০দিনের ছুটি ঘোষণার পর রেল কতৃপক্ষ বলছে গতকাল বিকেল থেকেই গ্রাম বা ঘরমুখো যাত্রীর চাপ বেড়েছে রেল স্টেশনে। পরিস্থিতি মোকাবিলায় তাই আজ সন্ধ্যা থেকেই রেল বন্ধ করা হচ্ছে।

এর আগে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আজ মঙ্গলবার থেকেই সব লোকাল ও মেইল ট্রেন বন্ধ ঘোষণা করা হয় এবং ২৬ তারিখ থেকে আন্তঃনগর ট্রেন বন্ধের কথা বলা হয়। তবে পরিস্থিতি মাথায় রেখে আজ মঙ্গলবার থেকেই দেশের সব যাত্রীবাহী ট্রেন বন্ধের ঘোষণা করা হল।

রেল কতৃপক্ষ বলছে, ১০দিনের ছুটির কারণে গ্রামে ফিরছে মানুষ। ঝুঁকি আছে জেনেও ট্রেনে যাচ্ছেন তারা।







প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এসময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। আগামী ২৬ মার্চ সরকারি ছুটি, ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরসঙ্গে ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। করোনাভাইরাসের বিস্তৃতি রোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই