বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ছাড়াল ১৬০০০, ইতালিতেই আরো ৬০০
গতকাল সোমবার রাতের মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আরো প্রায় এক হাজার বেড়ে ১৬ হাজার ছাড়িয়ে গেছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, আজ মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,৪৯১ জন। আক্রান্ত হয়েছেন আরো ৩ লাখ ৭৮ হাজার ৩৯৪ জন। আর মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ১ লক্ষ ১ হাজার ৫৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় ইতালিতে ফের ৬০১ জনের মৃত্যু হয়েছে। আমেরিকায় মারা গিয়েছেন ১৩২ জন। স্পেনে ৫৩৯ জন। ইরানে মারা গিয়েছেন ১২৭ জন। করোনায় এখনও পর্যন্ত চীনের দ্বিগুণ সংখ্যক মারা গেছে ইতালিতে। আজ মঙ্গলবার ভোর পর্যন্ত দেশটিতে মারা গিয়েছেন ৬ হাজার ৭৭ জন। আর স্পেনে সবমিলিয়ে মারা গিয়েছেন ২ হাজার ৩১১জন।
প্রাণঘাতী এ ভাইরাসে ফ্রান্সে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৬০ জনের। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৮৬ জন। ব্রিটেনে গত কয়েক ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ৫৪ জন। এ ছাড়াও সুইজারল্যান্ড মারা গিয়েছেন ২২ জন।
তা ছাড়াও করোনায় নেদারল্যান্ডে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৪ জন। তুরস্কে এখন পর্যন্ত মারা গিয়েছেন ৩৭ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা যান সাতজন। ভারতেও গতকাল সোমবার রাত পর্যন্ত করোনার সংক্রমণে মারা গেছে ৯ জন।
এদিকে নেপালে এখনও পর্যন্ত মাত্র একজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তবে সেখানে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
অন্যদিকে চীনে গত ২৪ ঘণ্টায় করোনায় আর কারোর মৃত্যু হয়নি। সবমিলিয়ে মৃতের সংখ্যা ৩ হাজার ২৭০ জন।
উল্লেখ্য, প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে অনেক দেশই বর্তমানে সীমান্ত সিল করে দিয়েছে।
সূত্র : এই সময়

কোন মন্তব্য নেই