করোনা পরিস্থিতিতে পেশার নিরাপত্তা ও সুরক্ষা চায় বিজেসি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনা পরিস্থিতিতে পেশার নিরাপত্তা ও সুরক্ষা চায় বিজেসি














করোনা পরিস্থিতিতে পেশার নিরাপত্তা ও সুরক্ষাসহ ৪ দফা দাবি জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস থেকে বাঁচতে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা যখন ঘরে তখন দিনরাত কাজ করছেন বাংলাদেশের সম্প্রচার সাংবাদিক ও কর্মীরা। তাদের নিরলস পেশাদারিত্বের কারণেই দেশের মানুষ প্রতিমুহূর্তে নিজেদের নিরাপদ রাখার তথ্য পাচ্ছেন। কিন্তু এখনও বেশ কিছু সম্প্রচার প্রতিষ্ঠানে কর্মী সুরক্ষা ব্যবস্থায় ঘাটতি রয়েছে। মাঠে যারা খবর সংগ্রহ করছেন তাদের নিরাপত্তার সরঞ্জাম খুবই অপ্রতুল- ফলে জীবন ঝুঁকি নিয়েই কাজ করছেন তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ মাসে কয়েকটি টিভি স্টেশন নির্ধারিত সময়ের আগেই বেতন দিয়ে ভালো দৃষ্টান্ত স্থাপন করলেও রূঢ় বাস্তবতা হলো অধিকাংশ টেলিভিশনে বেতন-ভাতা অনিয়মিত। এই দুর্যোগের মধ্যে সম্প্রতি একটি টিভিতে একযোগে ৩০ জনের মত কর্মী ছাঁটাই করা হয়েছে। আরো কিছু টেলিভিশনের কর্মীরাও আছেন ছাঁটাই আতংকে, যা এই সময়ে সম্প্রচার সাংবাদিকদের দুর্ভাবনা কয়েকগুন বাড়িয়ে দিয়েছে।

এ বাস্তবতায় সরকার ও সম্প্রচার শিল্প উদ্যোক্তাদের কাছে বিজেসির দাবি –
১. করোনা সংক্রমণ এলাকায় যেসকল সংবাদকর্মী কাজ করছেন তাদের পূর্ণ নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করা,
২. এ ধরনের পরিস্থিতির সময় সংক্রমণ এলাকায় যারা কাজ করেন তাদের জন্য ঝুঁকিভাতা চালু করা,
৩. কেউ অসুস্থ হলে সুচিকিৎসার ব্যবস্থা নেয়া এবং তার পরিবারের জন্য যথাযথ সহায়তা নিশ্চিত করা,
৪. ছাঁটাই বন্ধ করা,নিয়মিত বেতন দেয়া এবং বকেয়া পরিশোধ করা।






কোন মন্তব্য নেই