বিশ্বে মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ৭ লাখের বেশি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিশ্বে মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ৭ লাখের বেশি














সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে।
ইতালিতে গেল ২৪ ঘন্টায় আরও ৭৫৬ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় স্পেনে মারা গেছেন আরও ৬২৪ জন। যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ২০৯ জনের। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে। দ্রুত সংক্রমিত হওয়ায় ভাইরাসটি থেকে মানুষকে বাঁচাতে নানা পদক্ষেপ নিচ্ছেন বিশ্ব নেতারা।

যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনকহারে বাড়ছে করোনায় আক্রান্ত রোগী। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন নিউইয়র্কের মানুষ। এমন পরিস্থিতিতে লকডাউনের সিদ্ধান্ত না নিলেও, ভ্রমণ সতর্কতা জারি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, প্রেসিডেন্সিয়াল প্রাইমারি আগামী ২৩শে জুন পর্যন্ত স্থগিত করেছেন রাজ্যটির গভর্নর এন্ড্রু কুমো।

করোনায় আক্রান্ত হওয়ার পর সেলফ আইসোলেশনে থাকা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জনগণের কাছে করোনা সতর্কতায় চিঠি পাঠাবেন। আগামী সপ্তাহ থেকে এই চিঠি পৌঁছে যাবে তিন কোটির বেশি পরিবারের কাছে। বর্তমানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দাপ্তরিক কাজ সারছেন বরিস জনসন।

করোনায় নাজেহাল ইতালি। লকডাউন করেও পরিস্থিতি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়নি। এই অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে চার বিলিয়নের বেশি আর্থিক প্রাণোদনা দেয়ার ঘোষণা দিয়েছেন।







এদিকে, আগামী দুই সপ্তাহ জরুরি সেবায় নিয়োজিত ছাড়া বাকি সবাইকে বাধ্যতামূলক ঘরে থাকার নির্দেশ দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

অবনতির দিকে যাচ্ছে ফ্রান্সের করোনা পরিস্থিতি। আগামী দুই সপ্তাহ খুব কঠিন হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ। তিনি বলেন, 'করোনার বিরুদ্ধে আমাদের যুদ্ধ শুরু হয়ে গেছে, আগামী দুই সপ্তাহ আমরা আরও কঠিন সময় পার করতে যাচ্ছি। এই সঙ্কট কাটাতে আমাদের আরও ইনটেনসিভ কেয়ার ও ভেন্টিলেটর প্রয়োজন। সেই সঙ্গে সবাইকে আরও বেশি সতর্ক হতে হবে।'

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন করোনা প্রতিরোধে স্বাস্থ্যখাতে ৬৮০ মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রাখায় কমেছে আক্রান্তের হার।

আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের মেয়াদ বাড়াচ্ছে সৌদি আরব। দেশটিতে বাস, ট্রেন ও ট্যাক্সি চলাচলও বন্ধ রয়েছে।

এরইমধ্যে, রেলওয়ে কোচগুলোকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহারের পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। ট্রেনের কামরাগুলিকে কোয়ারেন্টিন হিসেবে ব্যবহারের জন্য কাজও শুরু হয়েছে

এদিকে, দুই মাস বন্ধ থাকার পর করোনার উৎসস্থল চীনের উহানে মেট্রো সার্ভিস ও সীমান্ত খুলে দেয়া হয়েছে। লকডাউন আংশিক তুলে নেয়ার পর, উহানের রেলস্টেশনে ছিলো যাত্রীদের ভিড়। নতুন আক্রান্ত কমলেও, সতর্কতা বজায় রেখেছে উহান কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই