হৃদরোগে মারা গেলেন বিদেশফেরত, গোসল করাতে আসেনি কেউ!
মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়ায় মঙ্গল হোসেন (৪৯) নামের এক মালয়েশিয়াফেরত ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এনিয়ে এলাকায় করোনা আতঙ্কে মরদেহ দেখাসহ গোসল ও জানাজায় অংশ নিতে সংকোচ বোধ করছে স্থানীয়রা।
জানা যায়, এলাকাবাসী আতঙ্কিত হয়ে মরদেহের গোসল করাতে অস্বীকৃতি করলে পরে মৃত ব্যক্তির ছেলে জাহাঙ্গীর হোসেন ও তার এক নিকট আত্মীয় মৃতদেহের গোসল করায়। এসময় সেখানে সব মিলিয়ে জন দশেক মানুষ ছিলেন। পরে অল্পসংখ্যাক মানুষ জানাযায় অংশ নেয়।
মঙ্গল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন জানান, তার পিতা মঙ্গল সকালে মাঠে কাজ করতে গিয়েছিলেন। দুপুরের দিকে হঠাৎ অসুস্থ হওয়ার খবর পেলে তাকে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার বলেন, তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তিনি আরো জানান, ১৫ দিন আগে তিনে মালয়েশিয়া থেকে আসলেও তার কোন জ্বও, সর্দি বা ঠান্ডাজনিত কোন সমস্যা ছিল না।
মেহেরপুর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সউদ কবীর জানান, প্রবাসফেরত ওই ব্যক্তি হাসপাতালে আনার আগেই তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, মৃত্যুর খবর ও এলাকাবাসী আতঙ্কিত হওয়ার কারণে আমরা আইইডিসিআর এর সাথে যোগাযোগ করে মৃত ব্যক্তির অসুস্থতার উপসর্গ তুলে ধরলে তারা এটিকে হার্ট অ্যাটাকে মৃত বলে নিশ্চিত করেন। এনিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই।
কোন মন্তব্য নেই