চিপসের প্যাকেটে খেলনা দেওয়া নিষিদ্ধ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চিপসের প্যাকেটে খেলনা দেওয়া নিষিদ্ধ












চিপসের প্যাকেটের ভেতর খেলনা দিয়ে চিপস বাজারজাত নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্যাকেটের ভেতরে খেলনা দিয়ে তা বাজারজাত করলে আইন অনুসারে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।


রোববার এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রিটের পক্ষে ছিলেন আবেদনকারী আইনজীবী মো. মনিরুজ্জমান।

চিপসের প্যাকেটের ভেতরে খেলনা না দিতে নির্দেশনা চেয়ে গত বছরের ৪ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান রিটটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ২৪ নভেম্বর হাইকোর্ট রুল দেন।






এরপর ১৭ নভেম্বর আদালত এ বিষয়ে দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনকে (বিএসটিআই) প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়ে রুল জারি করেন।

পরে বিএসটিআই প্রতিবেদন দেন। তারা এ বিষয়ে বাজার মনিটরিং অব্যাহত রেখেছেন বলে জানায়।

কোন মন্তব্য নেই