করোনায় বাবা মৃত্যুর পরদিন মারা গেল মেয়ে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনায় বাবা মৃত্যুর পরদিন মারা গেল মেয়ে
















লন্ডনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাবা মারা যাওয়ার একদিন পর মেয়েরও মৃত্যু হলো। হিথ্রু বিমানবন্দরে কর্মরত ছিলেন ৬১ বছর বয়সী বাবা সুধীর শর্মা। মেয়ে পূজা ছিলেন ফার্মাসিস্ট।

জানা গেছে, গত বুধবার মারা যান সুধীর এবং তার ২৪ ঘণ্টা পর মেয়ে পূজা মারা যান। মারা যাওয়ার আগে উভয়েই করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত হন।

হিথ্রু বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, সুধীর গত ৭ জানুয়ারি সর্বশেষ দায়িত্ব পালন করেছেন। তারপর থেকেই অসুস্থতার জন্য ছুটিতে ছিলেন। সে কারণে কোনোভাবেই তিনি বিমানবন্দরে আক্রান্ত হননি। তিনি অন্য কোথাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, শারীরিকভাবে দুর্বল ছিলেন সুধীর। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, ইমিগ্রেশন অফিসার ছিলেন সুধীর। তার মতো অমায়িক মানুষ হয় না। সবাই তাকে খুব মিস করবে।








সুধীরের মেয়ে পূজা কাজ করতেন ইস্ট সাসেক্সে। ইস্টবোর্ন ডিস্ট্রিক্ট জেনারেল হসপিটালে তিনি দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। আক্রান্ত হিসেবে চিহ্নিত হওয়ার তিন দিন পর পূজা মারা যান।

কোন মন্তব্য নেই