কাল থেকে নামছে সেনাবাহিনী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কাল থেকে নামছে সেনাবাহিনী














করোনা পরিস্থিতি মোকাবেলায় মঙ্গলবার থেকে সারা দেশে সেনা মোতায়েন করা হচ্ছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী। সামাজিক দূরত্ব নিশ্চিতে তারা এ ভূমিকা পালন করবেন। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিক খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সকল সরকারি ও বেসরকারি অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই সময়ে সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

কাঁচাবাজার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতালসহ জরুরি সেবা বিভাগগুলো এই ঘোষণার আওতায় থাকবে না। সীমিত আকারে চালু থাকবে গণপরিবহন ও মোবাইল ব্যাংকিং।

কোন মন্তব্য নেই