মারাত্মক ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, সুনামির সতর্কবার্তা জারি যুক্তরাষ্ট্রে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মারাত্মক ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, সুনামির সতর্কবার্তা জারি যুক্তরাষ্ট্রে












রিখাটার স্কেলে ৭.৫ মাত্রার মারাত্মক ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার কুড়িল দ্বীপপুঞ্জ। এভূমিকম্পের জেরে মার্কিন কর্মকর্তারা বুধবারই হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামির সতর্কতা জারি করলেন৷ তবে এখনো জাপানের আবহাওয়া দফতরের থেকে কোনো সতর্কবার্তা জারি হয়নি ৷ তারা জানিয়েছেন সমুদ্রের ঢেউয়ে পরিবর্তন হবে ৷

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে সুনামি সতর্কতা জারি হয়েছে হাওয়াইয়ের জন্যে৷ এছাড়াও প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে যে তীব্রতার ভূমিকম্প হয়েছে তার ফলে মারাত্মক বিধ্বংসী সুনামি হতে পারে ৷

নির্দিষ্ট ঢেউয়ের মাপের চেয়ে ০.৩ মিটার বেশি সমুদ্রের ঢেউ ওঠার সতর্কতা জারি করেছে - সেন্টারের পক্ষ থেকে সতর্ক বার্তায় জানানো হয়েছে হাওয়াই, জাপান, রাশিয়া ও প্রশান্ত মহাসাগরের উপকূলের দ্বীপপুঞ্জগুলিতে জারি হয়েছে সতর্কতা ৷ ঢেউগুলির ওপরে যতটা থাকবে নিচেও ততটাই থাকতে পারে ৷

জাপান মেটিওরলজিক্যাল অ্যাসোসিয়েশন হালকা ঢেউয়ে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ৷ এছাড়া অবশ্য তারা বাড়তি কোনো সতর্কবার্তা এখনো জারি করেনি ৷

রাশিয়ার সেভেরো শহরের ২১৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে ভূমিকম্পের উৎসস্থল ৷ ৫৬.৭ কিলোমিটার গভীরে এপিসেন্টারটি জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে ৷ তবে এখন অবধি ক্ষয়ক্ষতির কোনো খবর সামনে আসেনি৷ নিউজ১৮।


কোন মন্তব্য নেই