করোনা সারলেও ফুসফুসের কার্যকারিতা কমে ২০-৩০ শতাংশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনা সারলেও ফুসফুসের কার্যকারিতা কমে ২০-৩০ শতাংশ












চীন থেকে ছড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। যারা সুস্থ হয়েছে ফিরেছেন তাদের ফুসফুস পরীক্ষা করেছেন হংকংয়ের এক দল গবেষক। গবেষণা করে তারা জানিয়েছেন করোনায় আক্রান্ত হলে সুস্থ হওয়ার পরেও ফুসফুসে কার্যকারিতা কমে ২০ থেকে ৩০ শতাংশ। চীনে সুস্থ হয়ে ওঠা ১২ জন রোগীর ফুসফুস পরীক্ষা করেই এর প্রমাণ পেয়েছেন গবেষকরা।

গবেষকরা বলেছেন, কম্পিউটার টোমোগ্রাফিতে তাদের ফুসফুসে তরল ও ময়লাভর্তি ঝিল্লি বা থলি পাওয়া গেছে।


হংকংয়ের প্রিন্সেস মার্গারেট হাসপাতালের ইনফেকশাস ডিজিজেস সেন্টারের মেডিকেল ডিরেক্টর ডা. ওয়েন সাঙ তাক-ইন জানান ‘রোগ সেরে গেলেও করোনার কারণে ফুসফুসের কার্যকারিতা ২০ থেকে ৩০ শতাংশ কমে যেতে পারে।'







এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে উহান বিশ্ববিদ্যালয়ের ঝংনাম হাসপাতালের বিজ্ঞানীরা ১৪০ জন রোগীর ফুসফুস পরীক্ষা করেছিলেন। প্রতিটি রোগীর দুটি ফুসফুসেই ‘গ্রাউন্ড গ্লাস অপাসিটি’র খোঁজ পেয়েছিলেন তারা। অর্থাৎ, দুই গবেষণাতেই করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠলেও তাদের ফুসফুসের কার্যকারিতা কমার তথ্য মিলেছে।


চীনের হুবেই প্রদেশের উহানে গত ৩১ ডিসেম্বরে প্রথমবারের মতো শনাক্ত হয় প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২১ হাজার ১৪৮ জন। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৭৫৯ মানুষ। আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ৮০৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

কোন মন্তব্য নেই