লাগামহীন করোনা লকডাউন হতে পারে পুরো জার্মানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লাগামহীন করোনা লকডাউন হতে পারে পুরো জার্মানি



















জার্মানিতে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৫৯ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। এমন পরিস্থিতিতে সংক্রমণরোধে লকডাউন হতে পারে পুরো জার্মানি।

প্রায় সাড়ে আট কোটি মানুষের দেশ জার্মানিতে লাগামহীন প্রাণঘাতী করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় বাসিন্দারা।

এক জার্মান নাগরিক বলেন, শুরুর দিকে অতটা ভয় না পেলেও এখন আমি আতঙ্কিত। বন্ধুদের সাথে আড্ডা দেই না। বাইরেও খুব কম বের হই।

এমন পরিস্থিতিতে রাষ্ট্রের দেয়া স্বাস্থ্যবিধি সাবধানতার সাথে মেনে চলার পরামর্শ দিয়েছেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ।

করোনার কারণে ব্যবসা বাণিজ্যে নতুন বেঁধে দেয়া নিয়মের ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যাবসায়ীরা। হঠাৎ ক্রেতাশূণ্য রেস্টুরেন্টগুলো।

তারা বলেন, নতুন নিয়মের কারণে ৬টার মধ্যে দোকান বন্ধ করতে হয়। অনেক আর্থিক ক্ষতি হচ্ছে।


করোনা ঠেকাতে জার্মানিতে যেকোনো সময় লকডাউন ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই