করোনার চিকিৎসা করছেন ৯৮ বছরের ডাক্তার
ফ্রান্সের ৯৮ বছর বয়সী চিকিৎসক করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন অনবরত।
ফ্রান্সের সবচেয়ে বয়স্ক ডাক্তার, ৯৮ বছর বয়স্ক ক্রিস্টিয়ান শ্যনে বলছেন, “তিনি তার রোগীদের চিকিৎসা দেয়া বাদ দিতে পারেন না।”
তিনি এই করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে খুবই ঝুঁকিপূর্ণ পরিবেশে রোগী দেখা অব্যাহত রেখেছেন।
তিনি এমনকী একটি বৃদ্ধাশ্রমে নিয়মিত যাচ্ছেন এবং বয়স্ক মানুষদের চিকিৎসা পরামর্শ দিচ্ছেন। তিনি বাসা থেকে টেলিফোনেও জরুরি চিকিৎসা সেবার কাজ করছেন।
উল্লেখ্য, ফ্রান্সে এখন পর্যন্ত এক লাখ ৬৫ হাজার ৯১১ জন করোনা আক্রান্ত। মারা গেছেন ২৩ হাজার ৬৬০ জন। বিবিসি।

কোন মন্তব্য নেই