লকডাউন তুলে নেয়ার দাবিতে ব্রাজিলে বিক্ষোভ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লকডাউন তুলে নেয়ার দাবিতে ব্রাজিলে বিক্ষোভ














চীনের সীমানা পেরিয়ে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বব্যাপী সংক্রমিত হয়েছে ২৩ লাখ ৩২ হাজারের বেশি মানুষ। এতে মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজারের বেশি। প্রতি মুহূর্তে বাড়ছে এই সংখ্যা।
এদিকে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা লকডাউন তুলে নেয়ার দাবিতে ব্রাজিলে গাড়ি চালকরা বিক্ষোভ করেছেন। শনিবার ব্রাজিলের রিও ডে জেনিরো, সাও পাউলো এবং রাজধানী ব্রাসিলিয়ায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনকারীরা লকডাউনের নামে ব্রাজিলের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য সরকারের পদত্যাগ দাবি করেন ।
এই আন্দোলনকে সমর্থন দিয়ে ব্রাজিলের রিও ডি জেনিরোর আইন প্রণেতা অ্যান্ডারসন মোরায়েস বলেন, সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জীবন। কিন্তু আমরা আগামীকালের কথা চিন্তা করে আজকেই সিদ্ধান্ত নিতে পারিনা।
এদিকে এই আন্দোলনকে সমর্থন দিয়েছেন খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে তিনি একটি ফেসবুক বার্তায় লেখেন, রাজনীতিবীদরাই লোভ করে এই আতঙ্ক তৈরি করেছে এবং সবকিছু বন্ধ করে দিয়েছে। মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরতে চায়।








কোন মন্তব্য নেই