ফেসবুক লাইভে এসে স্ত্রীকে হত্যা
ফেসবুক লাইভে এসে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী। পরে নিজেই ফোন করে পুলিশকে জানিয়েছেন হত্যার ঘটনাটি। বুধবার দুপুরে ফেনী পৌরসভার উত্তর বারাহীপুর ভুইয়াঁ বাড়িতে এমন নৃশংস ঘটনা ঘটেছে।
ফেসবুক লাইভে এসে স্ত্রীর প্রতি ক্ষোভ উগরে দেন ওবায়দুল হক টুটুল। অভিযোগ করেন, তার স্ত্রী তাহমিনা আক্তার তাকে নানাভাবে ব্ল্যাকমেইল করেছেন। তার কারণে পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে।
ফেসবুক লাইভের এক পর্যায়ে টুটুল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন স্ত্রী তাহমিনাকে। পরে নিজেই ফোন করে ঘটনাটি পুলিশকে জানান।
স্বজনেরা জানান, প্রেমের পর পাঁচ বছর আগে বিয়ে করেন টুটুল ও তাহমিনা। দেড় বছরের একটি সন্তান আছে এই দম্পতির। আর্থিক সংকটসহ নানা কারণে তাদের মধ্যে কলহ চলছিল।
তাহমিনার পরিবারের অভিযোগ, তাদের কাছে টাকা দাবি করে আসছিলেন টুটুল। দাবি অনুযায়ী টাকা না দেয়ায় এই হত্যাকাণ্ড। আর পুরো ঘটনায় হতবাক টুটুলের পরিবার।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, তদন্তে পারিবারিক কলহকেই সামনে রাখছেন তারা। তবে, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।
হত্যার ঘটনায় টুটুলের বিরুদ্ধে মামলা করেছেন নিহত তাহমিনার বাবা শাহাবুদ্দিন।

কোন মন্তব্য নেই