খুলনায় আইসোলেশনে শিশুসহ ২ জনের মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

খুলনায় আইসোলেশনে শিশুসহ ২ জনের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারের করোনা আইসোলেশন ২নং ওয়ার্ডে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ২৪ বছর বয়সী এক যুবক ও দুপুর সাড়ে ১২টায় ১০ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মহানগরীর লবণচরা এলাকার বাসিন্দা ওই যুবক শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টায় হাতপাতালে আসেন। প্রাথমিক পরীক্ষার পর করোনা সন্দেহে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা। এর এক ঘণ্টা পর তিনি মারা যান। তিনি অ্যাজমায় আক্রান্ত ছিলেন।

তিনি আরো জানান, রূপসা উপজেলার কাজদিয়া গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট নিয়ে একটি শিশুকে এখানে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। সেও শ্বাসকষ্টের রোগী ছিল।

মৃতরা করোনা আক্রান্ত ছিল কিনা তা জানার জন্য দুজনেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই