টেকনাফে সমুদ্র উপকূল দিয়ে অনুপ্রবেশকারী ৪ শতাধিক রোহিঙ্গা আটক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টেকনাফে সমুদ্র উপকূল দিয়ে অনুপ্রবেশকারী ৪ শতাধিক রোহিঙ্গা আটক














কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের সময় চার শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড।
টেকনাফ স্টেশন কোস্ট গার্ডের কর্মকর্তা লে. কমান্ডার এম সোহেল রানা জানান, বুধবার রাতে টেকনাফের বাহারছড়া শামলাপুরের জাহাজ ঘাট থেকে নারী ও শিশুসহ চারশতাধিক রোহিঙ্গাবাহী একটি জাহাজ আটক করা হয়। তারা বেশ কিছুদিন আগে সাগর পথে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে। কিন্তু সেখানে ভিড়তে না পেরে তারা আবার ফিরে আসে।

উদ্ধার হওয়া এক রোহিঙ্গা জানান, গত দুই মাস আগে ট্রলারে করে মালয়েশিয়ায় রওনা দেন। পথে ২৮ জনের মৃত্যু হয়।






কোন মন্তব্য নেই