চিরনিদ্রায় শায়িত অধ্যাপক জামিলুর রেজা
রাজধানীর বনানী কবরস্থানে বাবা মায়ের পাশেই জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে দাফন করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ মঙ্গলবার ধানমন্ডি ঈদগাহ মসজিদে জানাজা শেষে জামিলুর রেজা চৌধুরীকে দাফন করা হয়। এর আগে সোমবার মধ্যরাতে ঘুমের মধ্যেই মারা যান জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে ডাকার পর না উঠলে তাকে স্কয়ার হাসপাতালে নেন স্বজনরা। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ড. জামিলুর ১৯৪২ সালে ১৫ই নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। সেন্ট গ্রেগরিজ স্কুল ও ঢাকা কলেজে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শেষে ভর্তি হন তৎকালীন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে।
১৯৬৩ সালে প্রথম বিভাগে ইঞ্জিনিয়ারিং পাস শেষে পুরোকৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ শেষে ২০০১ সাল পর্যন্ত তিনি বুয়েটে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজার কাজের স্বীকৃতি হিসেবে ২০১৭ একুশে পদক সম্মাননা লাভ করেন। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এই শিক্ষানুরাগী। দেশ বিদেশে বিভিন্ন অবদানের জন্য সমাদৃত জামিলুর রেজা চৌধুরীর ৬৫ টি গবেষণা প্রবন্ধ রয়েছে। ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেন। পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক হিসেবেও দ্বায়িত্ব পালন করেন তিনি। সবশেষ তিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভিসি হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

কোন মন্তব্য নেই