নিরাপত্তার পরীক্ষায় অকৃতকার্য চীনের পিপিই - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নিরাপত্তার পরীক্ষায় অকৃতকার্য চীনের পিপিই







ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের (পিপিই) সংকটে পড়েছে ভারত। সংকট মেটাতে উৎপাদন বাড়িয়েও কাজ হচ্ছে না কারণ চীনের দেওয়া পিপিই নিরাপত্তার পরীক্ষায় অকৃতকার্য হচ্ছে। এছাড়া চীনের তৈরি কিছু কিটও কাজে আসছে না।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল ব্যক্তি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, চীন ভারতকে ১ লাখ ৭০ হাজার পিপিই উপহার দিয়েছে। এর মধ্যে ৫০ হাজার কোনো কাজে আসছে না। খবর টাইমস অব ইন্ডিয়ার

এছাড়া আরও দুটি চালানে চীন থেকে আসা ৩০ হাজার এবং ১০ হাজার পিপিইও নিরাপত্তার পরীক্ষায় অকৃতকার্য প্রমাণ হয়েছে।

কিটগুলি গওয়ালিয়রের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছিল।

পিপিই এর ঘাটতি পূরণে সিঙ্গাপুরের একটি সংস্থাসহ ব্যবসায়ীদের মাধ্যমে আরও ১ মিলিয়ন পিপিই তৈরির আদেশ দেওয়া হয়েছে।







ভারতের দেশীয় পিপিই দিনে ৩০ হাজার করে বর্তমানে তৈরি করা হচ্ছে। আশা করা হচ্ছে এ মাসের শেষে দেনে ৫০ হাজার করে পিপিই তৈরি করা যাবে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ভারতে করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৪২৩ জনের।

কোন মন্তব্য নেই