শহরগুলোকে সাদা লাল হলুদে ভাগ করে লকডাউন তুলে নিচ্ছে ইরান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শহরগুলোকে সাদা লাল হলুদে ভাগ করে লকডাউন তুলে নিচ্ছে ইরান












কোভিড-১৯ নিয়ন্ত্রণে লকডাউন তুলে নেয়ার পরিকল্পনা করছে ইরান। শহরগুলোকে তিন রঙে ভাগ করে ক্রমান্বয়ে লকডাউন তুলে নেয়া হবে।

রোববার তেহরানে করোনা মোকাবেলায় গঠিত জাতীয় টাস্কফোর্সের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

তেহরানে জাতীয় টাস্কফোর্সের বৈঠকে করোনা সংক্রমণের মাত্রা কমে আসার ভিত্তিতে সারা দেশের শহরগুলোকে লাল, হলুদ ও সাদা এই তিন ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।






লাল ও হলুদ হিসেবে চিহ্নিত শহরগুলোতে আগের মতই সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম চালু থাকবে। তবে সংক্রমণ কমে আসার কারণে সাদা হিসেবে চিহ্নিত প্রায় ১২৭টি শহরে বিধিনিষেধ উঠিয়ে নেয়া হচ্ছে। শিগগিরই কিছু নিয়ম মেনে চলার শর্তে এসব শহরের মসজিদগুলো মুসল্লিদের জন্য খুলে দেয়া হবে বলে জানান প্রেসিডেন্ট রুহানি।

সাদা শহর চিহ্নিত করার উপায় সম্পর্কে তিনি বলেন, কোনো শহরে যদি এক সপ্তাহে নতুন করে কেউ করোনায় আক্রান্ত না হন বা মারা না যান এবং সেইসঙ্গে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বাড়তে থাকে তবে ওই শহরকে আরও এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। দ্বিতীয় সপ্তাহে যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে ওই শহরকে ‘সাদা শহর’ হিসেবে চিহ্নিত করে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধিনিষেধ প্রত্যাহার করা হবে। সাদা শহরগুলোর ১২৭টি মসজিদ খুলে দেয়া হবে।

ইরানে এ পর্যন্ত ৯০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬৯ হাজার ৬৫৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এই রোগে এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৭১০ জন।

কোন মন্তব্য নেই