চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গুগল ডুডলের প্রশংসা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গুগল ডুডলের প্রশংসা












বিশ্বব্যাপি করোনা ভাইরাস এক আতঙ্কের নাম। প্রতিমুহূর্তই যেন শঙ্কা আর উৎকণ্ঠা বেড়েই চলছে। লাখের বেশি মানুষ মারা গেছেন এই করোনার থাবায়। সেই অবস্থায় নিজের জীবন বাজি রেখে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা। অন্যকে সেবা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন তারাও। কেউ কেউ নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। সারা বিশ্বের এই চিকিৎসাকর্মীদের ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। গুগলের ডুডলে জানানো হচ্ছে প্রশংসার বার্তা।


গুগল বলেছে, বিশ্বব্যাপী মানব সম্প্রদায়ের ওপর করোনার সংক্রমণ রুখতে মানুষ একে অপরের দিকে আগের চেয়ে অনেক বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে যারা আমাদের প্রাণ বাঁচাচ্ছেন, তাদের নতুন করে চিনতে, জানতে ও সম্মান জানাতে একটি ডুডল সিরিজ চালু করছি আমরা। এটি চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, সমাজকর্মী ও যারা প্রয়োজনীয় জিনিসপত্র ও পরিসেবা দিচ্ছেন ও তাদের সম্মান জানাবে।




কোন মন্তব্য নেই