বান্দরবানের দুর্গম পাহাড়ে ত্রাণ গেল হেলিকপ্টারে
বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন দুর্গম এলাকায় বেসামরিক প্রশাসনের অনুরোধে ৩৬০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জন্য সরকারি ত্রাণ পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। জেলার রুমা ও থানচি উপজেলার কয়েকটি ইউনিয়ন দুর্গম এলাকা হওয়ায় খাদ্যসামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছিল না। এ পরিপ্রেক্ষিতে বান্দরবান জেলা প্রশাসন এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ওইসব এলাকায় ত্রাণ পৌঁছে দিতে বান্দরবান সেনা রিজিয়নের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে সহযোগিতা চায়।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম সেনানিবাস) সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ‘আর্মি এভিয়েশন’ এর একটি হেলিকপ্টারযোগে এসব দুর্গম এলাকায় বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ ও সাবান। এসব সামগ্রী বান্দরবান জেলার রুমা উপজেলা এবং থানচি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ম্রো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৬০টি পরিবারের মধ্যে স্থানীয় হেডম্যান, কারবারী ও জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়।
এসময় বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডারসহ স্থানীয় হেডম্যান এবং ওইসব পাড়ার কারবারিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই