ঢাবি শিক্ষকের শাশুড়ি করোনায় আক্রান্ত , অমর একুশে হল লকডাউন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঢাবি শিক্ষকের শাশুড়ি করোনায় আক্রান্ত , অমর একুশে হল লকডাউন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষকদের আবাসিক ভবন লকডাউন করা হয়েছে। ওই ভবনে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত। ওই বৃদ্ধা ঢাবির এক শিক্ষকের শাশুড়ি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘অমর একুশে হলের আবাসিক এলাকায় ৭০ এর বেশি একজন বয়স্ক বৃদ্ধার করোনা পজেটিভ ধরা পড়েছে। আক্রান্ত ব্যক্তি এক আবাসিক শিক্ষকের আত্মীয়। পরে ওই এলাকা লকডাউন করা হয়েছে।’
অমর একুশে হলের আবাসিক ওই শিক্ষকের শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জে। কয়েকদিন আগে শ্বশুর মারা যায়। তবে শ্বশুরের করোনা পরীক্ষা করা হয়নি। শাশুড়ি একা থাকায় তাকে অমর একুশের হলের শিক্ষকদের আবাসিক ভবনে নিয়ে আসা হয়। এরপর শাশুড়ির জ্বর হলে করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে।
ওই বৃদ্ধাকে শনিবার ভোরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোন মন্তব্য নেই