করোনায় আক্রান্তদের চিকিৎসায় রিসোর্ট দিচ্ছে টেকনো ড্রাগস
নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তদের চিকিৎসা সেবার জন্য ২৫ একরের উপর নির্মিত একটি রিসোর্ট দিচ্ছে টেকনো ড্রাগস লিমিটেড। যেখানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া যাবে। রিসোর্টটি ২৫ বিঘা জমির ওপর নির্মিত। আর রিসোর্টটিতে ৮৬টি রুম রয়েছে। যেখানে খুব সহজেই আইসোলেশন ও কোয়ারেন্টাইনের ব্যবস্থাও করা যাবে। ঢাকা থেকে ৫৬ কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ সড়কে বঙ্গবন্ধু সাফারী পার্কের বিপরীত দিকে অবস্থিত রিসোর্টটি।
রিসোর্টটিতে চিকিৎসকদের থাকার জন্য ১০টি সু-সজ্জিত রুম এবং নার্সদের থাকার জন্য ডাবল বেডের ২৪টি আলাদা আলাদা কক্ষ রয়েছে। প্রতিষ্ঠানটির দু'টি কনফারেন্স রুম রয়েছে যেখানে প্রায় ৪০০ থেকে ৫০০ জন নারী ও পুরুষকে আলাদা আলাদা করে চিকিৎসা সেবা প্রদান করা যাবে।
এই রিসোর্টটিতে ১৫০ থেকে ২০০ জন মানুষের খাবার পরিবেশনের জন্য সুদীর্ঘ ডাইনিং রুমের ব্যবস্থাও রয়েছে। এর পাশাপাশি চিকিৎসক ও নার্সদের জন্যও আলাদা ডাইনিং রুমের ব্যবস্থা আছে।
বর্তমানে সারা বিশ্বই কভিড মহামারিতে আক্রান্ত্র। আর যার প্রভাব বাংলাদেশের উপড়েও পড়েছে। তাই দেশের এই ক্রান্তিকালে করোনাভাইরাসে আক্রান্তদের জন্য চিকিৎসার ব্যবস্থা প্রয়োজনের চেয়ে অপ্রতুল হওয়ায় আত্মমানবতার সেবায় টেকনো ড্রাগস এগিয়ে এসেছে।

কোন মন্তব্য নেই