সেন্ট্রাল পার্ক এখন অস্থায়ী হাসপাতাল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সেন্ট্রাল পার্ক এখন অস্থায়ী হাসপাতাল














বিশ্বের অন্যতম জনসমাগমস্থল হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইস্ট মিয়াদো'র সেন্ট্রাল পার্ক। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সেই পার্কটি এখন অস্থায়ী হাসপাতালে পরিণত করা হয়েছে।

অলাভজনক সংস্থা সামারিটান পার্সের সহায়তায় অস্থায়ী ওই হাসপাতাল বানানো হয়েছে। ৬৮ শয্যার অস্থায়ী ওই হাসপাতালে ব্রুকলিন ও কুইন্সের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে।

তবে সেখানে মাউন্ট সিনাই থেকেও রোগী আসছে। অস্থায়ী ওই হাসপাতালে চিকিৎসার ব্যয় বহন করছে খ্রিস্টান ডিজাস্টার রিলিফ চ্যারিটি সামারিটান পার্স। ওই হাসপাতাল পরিচালনায় সহায়তার জন্য খ্রিস্টান স্বাস্থ্যকমীদের আহ্বান জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই