বাবার পর মেয়েও করোনা আক্রান্ত
কুমিল্লায় এবার বাবার পরে ১২ বছরের মেয়েও করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
৯ এপ্রিল তিতাস উপজেলার বিরামকান্দি গ্রামে ৪৮ বছরের ওই ব্যক্তি আক্রান্ত হন। তিনি ঢাকায় চালকলে কাজ করতেন। তারপর তার মেয়েরও করোনা রিপোর্ট পজেটিভ আসে।
এদিকে শনিবার তিতাসের মৌটুপি গ্রামের ৩৫ বছরের এক কুস্তিগীরও করোনায় আক্রান্ত হন। এনিয়ে কুমিল্লার সাত জন আক্রান্ত হয়েছেন।
অন্যরা হচ্ছেন- বুড়িচংয়ের চার বছর ও সাত বছর বয়সের দুই শিশু, তাদের ফুফু। দেবিদ্বারের আক্রান্ত জীবন সাহা শনিবার মারা গেছেন।

কোন মন্তব্য নেই