নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৪২, মৃত্যু ২ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৪২, মৃত্যু ২














নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৪২ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ জন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৪২ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ১৭৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ৬২১ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৬২১ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৩৭ জনের আর সুস্থ হয়েছেন ২৫ জন।






কোন মন্তব্য নেই