মিনিস্টার ফ্যাক্টরিতে উৎপাদিত ভেন্টিলেটর নিয়ে কথা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মিনিস্টার ফ্যাক্টরিতে উৎপাদিত ভেন্টিলেটর নিয়ে কথা







মিনিস্টার ফ্যাক্টরিতে উৎপাদিত ভেন্টিলেটর নিয়ে কথা বলছেন কোম্পানির চেয়ারম্যান
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটর উৎপাদন করবে বাংলাদেশী ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার হাই-টেক পার্ক। করোনা নামক বিশ্ব মহামারি এর হাত থেকে মানুষের জীবন বাঁচাতে সারা বিশ্বে ভেন্টিলেটর বা অক্সিজেন যন্ত্রের ব্যাপক সঙ্কট দেখা দিয়েছে। 

এ অবস্থায় মানবতার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশি ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার দেশেই ভেন্টিলেটর তৈরির উদ্যোগ নিয়েছে।
 সম্প্রতি এক অনলাইন সাক্ষাৎকারে প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বিশ্বখ্যাত মেডিক্যাল যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেডট্রনিকের সহায়তায় মিনিস্টার সহ কয়েকটি দেশীয় ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভেন্টিলেটর তৈরিতে এগিয়ে এসেছে।'






স্বল্পতম সময়ের মধ্যে দেশে ভেন্টিলেটর উৎপাদন হবে এ ব্যপারে ভীষণভাবে আশাবাদী বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 চলমান কার্যক্রম নিয়ে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক এম এ রাজ্জাক খান (রাজ) বলেন,"মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ভেন্টিলেটর তৈরি নিয়ে কাজ করছে যা রোগীদের চিকিৎসার জন্য খুব গুরুত্বপূর্ণ।

আমাদের গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) টিমের অক্লান্ত পরিশ্রম, আই সি টি মন্ত্রণালয়, এফবিসিসিআই ও ইউনিভার্সাল হসপিটালের সহযোগিতার ফলে আমরা সাফল্য অর্জনের কাছাকাছি রয়েছি। 

আমরা এই ভেন্টিলেটর সরবরাহের মাধ্যমে দেশের মানুষের সেবা করতে চাই।" মিনিস্টার তাদের নিজস্ব কারখানায় অক্সিজেন ভেন্টিলেশন যন্ত্র তৈরির জন্য কাজ করছে। এ মাসের এ মধ্যেই জরুরি চিকিৎসা সরঞ্জাম তৈরি শুরু করবে মিনিস্টার।

"আমার পণ্য, আমার দেশ, গড়বো বাংলাদেশ" স্লোগান কে লালন করে মিনিস্টার দেশ ও দেশের মানুষের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিশ্বের এই ক্রান্তিলগ্নে মানবতাকে বাঁচাতে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাবে এটাই আমাদের দৃঢ় প্রত্যয়।







কোন মন্তব্য নেই