রেডমি নোট ৯এস এলো চার ক্যামেরা ও বিশাল ব্যাটারি নিয়ে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রেডমি নোট ৯এস এলো চার ক্যামেরা ও বিশাল ব্যাটারি নিয়ে























অনলাইনে ইভেন্টে শাওমির রেডমি লঞ্চ করল রেডমি নোট ৯এস স্মার্টফোন। যেটি আসলে রেডমি নোট নাইন প্রোর গ্লোবাল ভার্সন।

রেডমি নোট ৯এস ফোনে পাচ্ছেন ৬.৬৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে (১০৮০ x ২৪০০ পিক্সেল), পাঞ্চ হোল সেলফি ক্যামেরা, এবং গরিলা গ্লাস ৫ প্রটেকশন।

ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্নাপড্রাগণ ৭২০জি। আরও পাচ্ছেন ৪/৬জিবি রেম, ৬৪/১২৮জিবি স্টোরেজ অপশন। এছাড়াও থাকছে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট। সাথে ৩.৫মিমি অডিও জ্যাক।

ফোনটির পেছনের দিকে দেওয়া হয়েছে চারটি (৪৮+৮+৫+২ মেগাপিক্সেল) লেন্স সমৃদ্ধ মূল ক্যামেরা। সামনের দিকে পাচ্ছেন ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটিতে শক্তি যোগাবে ৫০২০ এমএইচ ব্যাটারি। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেয়া হয়েছে পাশে পাওয়ার বাটনে।

রেডমি নোট ৯এস বাজারে আসবে ৭ এপ্রিল। এর দাম শুরু হবে ২৫০ ডলার থেকে।














কোন মন্তব্য নেই