ইতালিতে খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইতালিতে খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠান












মৃত্যুপুরী ইতালিতে পাঁচ সপ্তাহের লকডাউনের পর খুলতে শুরু করেছে দোকানপাট।এসব দোকানের বেশিরভাগই বই, স্টেশনারি, বাচ্চাদের জামা কাপড়ের।এছাড়া দেশটিতে কম্পিউটার ও কাগজপাতি তৈরির কাজও শুরুর অনুমতি দেয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ইতালির অন্যতম করোনাআক্রান্ত এলাকা লমবার্ডিতে বন্ধ আছে দোকানপাট।ইতালিতে এ পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

আন্তর্জাতি গণমাধ্যম বলছে, করোনায় মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইউরোপের দেশ ইতালিতে নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে।এ ছাড়া সুস্থ হওয়ার হারও বেড়েছে সেখানে।

লকডাউন ও অন্যান্য নির্দেশনা যথাযথ মেনে চলায় আক্রান্ত ও মৃত্যু হার কমেছে বলে মত বিশেষজ্ঞদের।

এর আগে রোববার প্রেস ব্রিফিংয়ে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৬৭ করোনা রোগী। সব মিলিয়ে প্রায় ৩৪ হাজার ২২১ জন সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরেছেন।





কোন মন্তব্য নেই