ব্যায়াম-হাঁটার জন্য বের হওয়ার অনুমতি দিচ্ছে স্পেন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্যায়াম-হাঁটার জন্য বের হওয়ার অনুমতি দিচ্ছে স্পেন












মহামারি করোনা ভাইরাসে লকডাউন অব্যাহত আছে স্পেনে। এর মধ্যে স্পেনীয়রা আগামী সপ্তাহ থেকে ব্যায়াম ও হাঁটার জন্যে বাইরে যেতে পারবেন। শনিবার (২৫ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানশেজ এ কথা জানান।

পেদ্রো সানশেজ বলেন, সরকার মঙ্গলবার সীমান্ত খুলে দেয়ার বিষয়ে পরিকল্পনা প্রকাশ করবে। এ পদক্ষেপ মে মাসের মাঝামাঝিতে কার্যকর হবে।

করোনার বিস্তার ঠেকাতে স্পেনে গত ১৪ মার্চ লকডাউন কার্যকর হয়। এ সময়ে কাউকে হাঁটা, ব্যায়াম কিংবা সাইকেল চালানোর মতো বিষয়গুলোতে অনুমোদন দেয়া হয়নি। শুধুমাত্র খাবার কিংবা ওষুধ কেনার জন্যে বাইরে যাওয়ার অনুমতি ছিল।






সেইসঙ্গে কোন অবস্থাতেই শিশুদের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। কিন্তু রোববার থেকে শিশুদের এক ঘণ্টার জন্যে বাবা অথবা মা একজনের সাথে বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। তবে, তারা এক কিলোমিটারের বেশি দূরে যেতে পারবে না।


স্পেনে চলতি সপ্তাহে জরুরি অবস্থা ৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ধীরে ধীরে লকডাউন তুলে দেয়ার কথা জানিয়েছেন।

তিনি বলেন, আমরা হঠাৎ করেই সব কর্মকাণ্ড শুরু করতে পারবো না। ধাপে ধাপে করবো।

কোন মন্তব্য নেই