শিশুদের বন্দিদশা শিথিল করছে স্পেন
করোনা ভাইরাসের বিস্তার রোধে বন্দিদশায় থাকা শিশুদের দেড় মাসের মাথায় বাইরে বের হওয়ার অনুমতি দিচ্ছে স্পেন। আগামী ২৭ এপ্রিলের পর দেশটির শিশুরা বাইরে যেতে পারবে বলে ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে তিনি এ ঘোষণা দেন। দেশটিতে করোনা মহামারীতে এ পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। এরমধ্যে শনিবার একদিনেই মারা গেছেন ৫৬৫ জন। ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দুই লাখ। খবর বিবিসির।
কঠোর লকডাউন মেনে স্পেনের শিশুদের গত ১৪ মার্চ থেকে ঘরের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। লকডাউন জারি থাকলেও ইতিমধ্যে কেবল প্রাপ্তবয়স্কদের ওষুধ, খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে সামান্য সময়ের জন্য বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। শিশুদের এখনও ঘরের বাইরে বের হওয়া নিষিদ্ধ রয়েছে। দেশটিতে বন্দিদশার পঞ্চম সপ্তাহ চলছে।
তবে দেশটির বিভিন্ন স্তর থেকে দাবি উঠছে লকডাউন শিথিল করার। বিশেষ করে শিশুরা ঘরে বন্দি থেকে থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে বলে হুশিয়ারি দিয়েছে স্প্যানিশ চিলড্রেন রাইটস কোয়ালিশন। শুধু তাই নয়, গত সপ্তাহে শিশুদের ঘরের বাইরে বের হতে দেওয়ার দাবি করেছেন বার্সেলোনার মেয়র অডা কোলাও, যার নিজেরও শিশুসন্তান রয়েছে। তিনি বলেন, আর অপেক্ষা নয়। আমাদের শিশুদের মুক্ত করে দিন। শিশুদের বাইরে বের হওয়ার দরকার আছে।
এসব দাবি মুখে শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী সানচেজ ঘোষণা দেন, অন্তত শিশুদের জন্য লকডাউন শিথিল করা হবে। কারণ, এসব শিশুদের মুক্ত বাতাসে নিশ্বাস নেওয়ার প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, স্পেন সবচেয়ে ভয়ানক মুহূর্ত এবং মহামারীর নৃশংসতা পার করে এসেছে।
তিনি বলেন, ২৭ এপ্রিল থেকে শিশুদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে কিছুসময়ের জন্য এবং দিনে একবার। তবে জমায়েত হওয়া যাবে না বা এমন কোনো অবস্থার সৃষ্টি করা যাবে না, যাতে করোনা সংক্রমণ ঘটে।
তবে সানচেজ জানান, জাতীয়ভাবে লকডাউনের সময়সীমা আগামী ৯ মে পর্যন্ত বাড়াতে পার্লামেন্টকে আহ্বান জানাবেন তিনি।
কোন মন্তব্য নেই