স্পেনে মৃত্যু কিছুটা কমছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্পেনে মৃত্যু কিছুটা কমছে

স্পেনে কয়েকদিন ধরে একটানা বৃদ্ধির পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এবার কিছুটা কমেছে। তবে সে সংখ্যাও চারশ’র বেশি।
গত ২৪ ঘণ্টার হিসেবে দেশটিতে আরও ৪১০ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৫৬৫ জন। তার আগের দিন মারা যান প্রায় ৬০০ জন।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রোববার বিবিসি জানিয়েছে, করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর ইউরোপের এই দেশে এখন মৃতের সংখ্যা ২০ হাজার ৪৫৩ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।
প্রতিদিনই এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালি, আমেরিকা, স্পেনের মতো কয়েকটি দেশে রেকর্ড সংখ্যক মানুষের প্রাণ যাচ্ছে।
সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৪৭৬ হাজারে, মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ জনের। বিপরীতে সুস্থ হয়েছন ৬ লাখ ৪৬ হাজার ৬জন।


কোন মন্তব্য নেই