পুলিশের কষ্টে ব্যথিত মাশরাফির নতুন আহবান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পুলিশের কষ্টে ব্যথিত মাশরাফির নতুন আহবান












বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়কের নাম মাশরাফি বিন মুর্তজা। মাঠের ভেতরে কিংবা বাইরে, সবসময় আগলিয়ে রেখেছেন নিজের কাছের মানুষদের। এখন তিনি নেতাও। তাইতো শুধু ক্রিকেটার নয় আপামর জনগণের দুঃখ ছুঁয়ে যায় তাকে।

বাংলাদেশে করোনাভাইরাস ধরা পড়ার পর থেকে বিভিন্ন সময় ভিডিওবার্তা দিয়ে সচেতন করেছেন মানুষকে। নিজ উদ্যেগে সাহায্য করে যাচ্ছেন অসহায়দের। দেশের মানুষকে করোনা প্রতিরোধে বলেছেন সামাজিক দূরত্ব মেনে চলতে, ঘরে থাকতে। তবু মানুষ যেন থাকতে পারছে না ঘরে। তাইতো মানুষকে ঘরে রাখতে দেশের প্রশাসন বাহিনী একযোগে কাজ করে যাচ্ছেন।

সকাল কিংবা রাত, তাদের দায়িত্বের অন্ত নেই। সবাইকে ঘরে রাখতে করোনার এই সময়েও বাইরে থাকছেন প্রশাসন কর্মকর্তারা। ক্লান্তি এসে ভর করলেও পরিবার ভুলে নিজের কাজেই মনোযোগী তারা। কাজের চাপে ক্লান্ত তেমনই এক পুলিশের ছবি নিজের ফেসবুক পেইজে পোস্ট করে মাশরাফি আবারও দিলেন সচেতনতার বার্তা। আর্তি জানালেন, আমরা কি পারি না, ডাক্তার, নার্স, পুলিশ তাদের দিকে তাকিয়ে ঘরে থাকতে?






মাশরাফির দেওয়া বিবৃতি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

‘করোনা ভাইরাস দেশে আঘাত হানার সাথে সাথে তাদের কাজ যেন বেড়ে গেছে অনেকগুন। দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন তারা, কোনো প্রকার অভিযোগ ছাড়াই। হ্যাঁ, আমাদের পুলিশ ভাইদের কথা বলছি। তারা সত্যিই অক্লান্ত পরিশ্রম করছেন, শুধু আমাদেরকে করোনা নামক মহামারী থেকে সুরক্ষিত রাখতে। সারাটা দিন আমাদের পেছনে ছুটতে ছুটতে শরীরটা যখন আর সায় দেয় না, তখন মশার কামড়, গরম সব কিছুর কাছে হয়তো হার মেনে যান। বসার কিছু একটা পেলে শরীরটা ১৫-৩০ মিনিটের জন্য ছেড়ে দেয়, কারণ তারপর যে আবার যেতে হবে টহলে। সবাইকে সতর্ক করতে গিয়ে তারা ভুলেই যান যে তাদেরও একটা বাসা আছে, পরিবার আছে। আমরা কি পারি না এই পুলিশ, ডাক্তারদের দিকে তাকিয়ে হলেও নিজেদের একটু নিয়ন্ত্রণে রাখতে? আমরা যদি শুধু আমাদের কথা চিন্তা করেও বাসায় থাকতাম, তাহলে হয়তো এই মানুষগুলোর এতোটা কষ্ট হতো না।

মহান আল্লাহ্‌ তাআলার কাছে দোয়া করি যেন এই মানুষগুলো ভালো থাকেন।

সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন।’

মাশরাফির ভাবনার জায়গায় পৌঁছাতে না পারি, দেশসেরা এই অধিনায়কের আহবান কি রাখতে পারি না আমরা?

কোন মন্তব্য নেই